Main Menu

নবীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

+100%-
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:   সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অদ্য বৃহস্পতিবার ১০ এপ্রিল  এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর নবীনগর উপজেলায় দশটি কেন্দ্রে সর্বমোট ৫ হাজার ১শত ৮০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও তাদের মধ্যে প্রথম পরিক্ষায় ১শ এগারো জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলার পরীক্ষার কেন্দ্রগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায়, সুষ্ঠ, সুন্দর ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নবীনগর  উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরিদর্শন শেষে  উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আমরা পরীক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করে দেখেছি সঠিক নিয়ম ও নীতিমালা মেনেই প্রত্যেকটা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা ১৪৪ ধারা জারি করেছি।





0
0Shares