Main Menu

নবীনগরে এনজিও সমিতির নাম দিয়ে একটি প্রতারক চক্র শতাধিক অসহায় পরিবারের লক্ষ লক্ষ  টাকা হাতিয়ে নিয়েছে

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রত্যাশা নামে এক এনজিও সমিতির নাম দিয়ে একটি প্রতারক চক্র উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক অসহায় পরিবারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ১৯জানুয়ারী রবিবার নবীনগর পৌর এলাকার আদালদ পাড়ার সৌদি হাউসের তিনতলা ভবনের প্রত্যাশা সমিতির অফিসটি তালা দিয়ে গ্রাহকের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন ওই চক্রটি।
সরজমিনে গিয়ে জানা যায়,  একটি প্রতারক চক্র বেশ কিছু দিন যাবৎ প্রত্যাশা সমিতির নাম দিয়ে উপজেলার কনিকারা, গোপালপুর,কান্দি, আইতলা,আলমনগর,লাপাং, শিবপুর, আলিয়াবাদ, নারায়ণপুর সহ বিভিন্ন এলাকায় সমিতির পক্ষ থেকে সহজ শর্তে কিস্তিতে ঋণ দেয়া হবে। এবং যারা ঋণ নিবেন তাদের সমিতির সঞ্চয় জমা দেওয়ার তাগিদ দেওয়া হয়। এসময় ঋণের পরিমানের উপর নির্ভর করে কেউ কেউ ১০ থেকে ৫০হাজার টাকা পুর্যন্ত সঞ্চয় জমা দেয়।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের সদস্য নাছির মিয়া,শাহ আলম,সুভাষ সূত্রধর,শংকর,সুজন সূত্রধর, ভূবন,  লিটন মিয়া,চাঁন মিয়া সহ আরো অনেকেই জানান, একলাখ টাকার কিস্তি নিলে ১০হাজার টাকা সঞ্চয় জমা রাখতে হয়। এমন করে গত ১৯ জানুয়ারি সকালে আমাদের কাছ থেকে সঞ্চয়ের টাকা উত্তলন করেন প্রত্যাশা সমিতির লোকজন। বিকেলে আদালত পাড়ার তাদের অফিসে গিয়ে দেখি সেখানে ঝুলানো। পরে আমরা বুঝতে পারি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে।  বিষয়টি লিখিতভাবে  ইউএনও স্যার ও ওসি স্যারকে জানিয়েছি। তারা জানান, এই বাড়ির মালিককে আমাদের সন্ধেহ হয়। তাদের সাথে তিনি জড়িত থাকতে পারেন।তা না হলে তিনি প্রতারকদের অফিস ভাড়া দিতেন না।  আমরা গরিব মানুষ, আমাদের টাকা গুলি  ফেরত চাই।
সৌদি হাউজের মালিক মজিবুর রহমান জানান, তারা আমাদের বলেছে তারা আকিজ গ্রুপের লোকজন। আমরা এসব প্রতারণার বিষয়ে কিছুই জানি না।
এবিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, আমার কাছে প্রতারনার শিকার প্রায় শতাধিক অসহায় মানুষ এসেছেন। আমি বিষয়টি ওসি সাহেব কে দেখতে বলেছি।সাথে উপজেলার সকল এনজিওর কর্মিদের নিয়ে খোঁজ খবর নিচ্ছি।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আমরা এ বিষয়ে তদন্ত চালাচ্ছি। তারা সবাই প্রতারনার শিকার। সবাইকে এসব বিষয়ে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।





Shares