নবীনগরে এক শিক্ষার্থীর ‘ঝুলন্ত লাশ’ উদ্ধার




এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের শামসুল হকের ছেলে ডালিম আহমেদ (২৬) সাতক্ষীরা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। কিন্তু বছর দুইয়েক আগে তিনি মানসিক রোগে আক্রান্ত হন। এরপর মেডিক্যাল কলেজ ছেড়ে বাড়ি চলে আসেন। এলাকার লোকজন জানান, আজ সকালে খাগাতুয়া গ্রামের অদূরে একটি পুকুরের পাশের কড়ই গাছে মেধাবী ছাত্র ডালিমের মরদেহ ঝুলতে দেখা যায়। তবে ঝুলন্ত ওই লাশের হাত দুটো দড়ি দিয়ে বাঁধা ছিল। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ডালিমের পরিবারের স্বজনেরা এটিকে পরিকল্পিত ‘হত্যাকাণ্ড’ বলে দাবি করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলানো অবস্থায় মেডিক্যাল কলেজে পড়ুয়া ওই ছাত্রের লাশ পাওয়া গেলেও প্রাথমিক অবস্থায় এটিকে হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।তিনি আরো বলেন, ‘ময়নাতদন্তের পরই সব পরিষ্কার হয়ে যাবে।
« কসবায় গণঅভ্যুত্থানে দুই আহত পেলেন সরকারী আর্থিক অনুদান (পূর্বের সংবাদ)