Main Menu

নবীনগরে ইটবাহী ট্রাক্টর উল্টে চালকের মুত্যু

+100%-

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইটবাহী ট্রাক্টর উল্টে গিয়ে চালকের মুত্যু হয়েছে। সকালে পৌর এলাকার আলীয়াবাদ পশ্চিম পাড়ার রাস্তায় ট্রাক্টরটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গিয়ে খালের পাশে গাছের সাথে আটকে যায়। ওই সময় চালক দুলাল মিয়া গাছের ও ট্রাক্টরের চাপায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় । খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে লাশ উদ্ধার করে। নিহত ওই যুবক নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের গেন্দু মিয়ার ছেলে। ট্রাক্টরটি উপজেলার সাদেকপুর থেকে ইট নিয়ে নবীনগর সদরে আসছিল।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, মাত্র আট ফুট প্রস্তের এই রাস্তাটি দিয়ে দিনরাত ইট নিয়ে ট্রাক্টর চলার কারনে বড়বড় গর্ত ও খানাখন্দে তৈরি হয়ে রাস্তা অনেক জায়গা চলাচলের অযোগ্য হয়ে গেছে, প্রায় সময়ই ঘটে নানান দৃর্ঘটনা, তাদের নিষেধ করার পরও তারা এই পথে সারাদিন রাত ইট আনা নেওয়া করে, পৌর মেয়রকে বারবার বলার পরও তিনি কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।অবিলম্বে এই রাস্তা দিয়ে ট্রাক্টর চলাচল বন্ধের দাবী করেন এলাকাবাসী।

নবীনগর থানার ওসি আমিনুর রশিদ বলেন, বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Shares