Main Menu

নবীনগরে ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক ও ইউনিক সেরা ২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত

+100%-
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লী বাড্ডার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইউনিক সেরা ২০ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৫ টা পুর্যন্ত দিনব্যাপী উপজেলার জল্লী বাড্ডা মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন, তাজুল ইসলাম আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুলতান ভূঁইয়া, মাঝিয়ারা প্রেমদিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মজনু সরকার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর আলী আহমেদ মনির, প্রভাতী লাইব্রেরির স্বত্বাধিকারী দুলাল আহমেদ, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, খন্দকার আলমগীর হোসেন, ইউনিক মডেল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আপেল মাহমুদ সবুজ সহ আরো অনেকেই।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। এরপর চলে আলোচনা সভা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। যা উপস্থিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শকদের আকর্ষন করে।






Shares