Main Menu

নবীনগরে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবি

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল ছিদ্দিক নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা বাসীকে জানিয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে ইউএনও জানান, আমার নাম পরিচয় ব্যবহার করে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকের কাছে চাঁদাসহ অন্যান্য আর্থিক সুবিধা দাবি করা হচ্ছে। এর সাথে আমার বা আমার অফিসের কোনো সংশ্লিষ্টতা নাই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেয়া হল।
বিষয়টি নজরে আসার পর তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা হিসেবে ফেসবুকে এ পোস্ট দেন।
উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করেছেন। নবীনগর থানায় এ বিষয়ে অবগত করা হচ্ছে।






Shares