নবীনগরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা




আজ শনিবার দুপুরে নবীনগর উপজেলার হরিসভা মন্দির প্রাঙ্গনে আয়োজিত সভার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অ্যাড. বিনয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সঞ্জয় সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. আদেশ চন্দ্র দেব।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর থানার ওসি আফজাল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হরিপদ ভৌমিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু , মানিক বিশ্বাস,বিপুল সাহা,সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ প্রমুখ।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপন, সার্বিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
« জনগণকে ভালোবেসে রাজনীতি করার আহ্বান.. কেন্দ্রীয় বিএনপি নেতা শ্যামলের (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে নিন্দা ও প্রতিবাদ সভা »