নবীনগরে অবহেলিত ভোলাচং ঋষিপাড়ার ৫৭০ মিটার দীর্ঘ রাস্তার উদ্বোধন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: দীর্ঘদিন ধরে অবহেলিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষিপাড়ার বস্তি উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৭০ মিটার দীর্ঘ রাস্তার উদ্বোধন করা হয়েছে। আজ রবিাবার সকালে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস এ প্রকল্পোটির শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্পটির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার মো. উজ্জল আহাম্মেদ, ক্রাউন্সিলর যদুনাথ ঋষি,ক্রাউন্সিলর দাউদ আলম শ্যামল,ক্রাউন্সিলর জাহাঙ্গীর হোসেন,সংরহিত ক্রাউন্সিলর রেহেনা বেগম, পৌরসভার লাইন্সেস ইন্সেপেক্টর মো. গিয়াস উদ্দিন,ওমর ফারুক প্রমুখ।
এসময় পৌর মেয়র এড. ডশব শংকর দাস বলেন, নবীনগর পৌর এলাকা গুলির মধ্যে ভোলাচং ঋষি পাড়া সব সময়ই অবহেলিত। এই সহজ সরল মানুষ গুলির জীবন মান উন্নয়নের কথা চিন্তা করে এই প্রকল্পটি হাতে নিয়েছি।
« নবীনগরে অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইল-নাসিনগর সড়কে ডাকাতি »