নবীনগরে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার




তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দাসকান্দি গ্রামের মেঘনার পারে লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশটি একদম তরতাজা গায়ে কোন ধরনের আঘাতের দাগ নেই। ধারনা করা হচ্ছে, হয়ত এটি নৌ-দুর্ঘটনা নতুবা শ্বাসরোদ্ধ করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে থানার ইন্সপেক্টর (তদন্ত) রুহুল আমীন জানান, লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি হত্য না কোন দু-র্ঘটনা।
কেউ এ মহিলার পরিচয় জেনে থাকলে এই ০১৩২০১১৫০৮৬, ০১৭১২৪২৫৫৩৪ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
« জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে – স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এমদাদ উল্লাহ মিয়ান (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) সরাইলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার »