নানা আয়োজনে নবীনগরে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: নানা আয়োজনে ব্রাক্ষনবাড়িয়ার নবীনগরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকি পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে সুর্যদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সুচনা হয়।
এরপর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনি, পৌর মেয়র এড. শিব শংকর দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা স্বাস্থ ও প.প. কর্মকর্তা ডা মো হাবিব রহমান , নবীনগর থানার ওসি আমিনুর রশীদ , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব,নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবু মোছা, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক সাইদুল আলম সোহরাফ প্রমুখ।
পরে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা ও দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থীদের প্রতিযোগীতার পুরস্কার বিতরন ও জাতীর জনকের জন্য দোয়া করা হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনির,
পৌর মেয়র এড. শিব শংকর দাস ,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন, জেলা পরিষদ সদস্য বোরখান উদ্দিন আহাম্মেদ, নবীনগর থানার ওসি আমিনুর রশীদ , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড সুজিত কুমার দেব,সহ সাধরণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরি শাহান সহ স্থানীয় মুক্তিযুদ্ধা গণ উপস্থিত ছিলেন।
(পরের সংবাদ) বিজয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত »