নবীনগর মন্দিরের চুরি যাওয়া ৮টি মূর্তি ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ::আটক ৫
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের ‘ঠাকুর বাড়ি’র প্রাচীন মন্দিরে থেকে বুধবার মধ্যরাতে গণেশ মূর্তিসহ ৮টি পিতলের মূতি চুরি যাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই মূর্তি গুলি উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত ৫ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন, মো. কাজল (২২), মো.নাছির উদ্দিন(২২),জসিম উদ্দিন(৩৫), হৃদয় মিয়া(১৫), রহিছ মিয়া(৩৫) সর্ব সাং ভোলাচং চৌধুরী পাড়া।
আজ বৃহস্পতিবার ভোর রাতে ভোলাচং চৌধুরী পাড়ায় অভিযান চালিয়ে কাজল মিয়ার রান্না ঘর থেকে চুরি যাওয়া পিতলের মূর্তি সহ যাবতীয় মালামাল গুলি উদ্ধার করেন পুলিশ।
এর আগে ঠাকুর বাড়ির শিক্ষক মানিক চক্রবর্তী গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় অজ্ঞাত আসামী দিয়ে একটি মামলা দায়ের করেন।তারই প্রেক্ষিতে পুলিশ রাতভর অভিযান চালিয়ে চুরি যাওয়া মালামাল সহ ঘটনায় জড়িত ৫জন কে আটক করে।
শিক্ষক মানিক চক্রবর্তী বলেন, গতকাল ভোর রাতে চুরি হওয়ার পর নবীনগর থানার আন্তরিকতায় আজ ভোর রাতেই আমাদের প্রাচীন দেবমূর্তি গুলি উদ্ধার করেছে । আমি সহ আমাদের পরিবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ।
নবীনগর ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,”ঘটনার পরই পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে সারা রাত অভিযান চালিয়েছে। সারারাত আমরা ঘুমাইনি। ঘটনায় সব চুরাই যাওয়া মালামাল সহ ৫জনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।