Main Menu

নবীনগর পৌরসভার বাজারের উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন মেয়র শিব শংকর

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সদর বাজারের সমবাই সুপার মার্কেটের সামনের রাস্তায় জমাট বাধাঁ বৃষ্টির পানি নিষ্কাশন,মাটিতে চাপা পরা একটি মৃত ড্রেইনের মাটি উত্তলন করে ড্রেইনটি সচল করা সহ পৌর সভার উন্নয়ন মূলক কাজ গুলি পরিদর্শন করেছেন মেয়র এড. শিব শংকর দাস।
আজ রবিবার দুপুরের মেয়র এড. শিব শংকর দাস সরজমিনে গিয়ে কর্তব্যরত পরিচ্ছনতা কর্মিদের চলমান কাজ বুঝিয়ে দেন এবং চলমান কাজ গুলির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খাইরুল আমিন,স্বেচ্ছা সেবক লীগ নেতা মো. শাহিন রেজা টিটু,উপজেলা নদী নিরাপত্তা সামাজিক সংগঠন নোঙ্গরের আহবায়ক সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ,পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা মো. জামাল উদ্দিন, পৌরসভার লাইন্সেস পরিদর্শক মো. গিয়াস উদ্দিন,মনির হোসেন সহ পৌর সভার কর্তব্যরত কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
এসময় মেয়র এড.শিব শংকর দাস জানান, গত দশ বছর যাবত পৌর সদর বাজারের সমবাই সুপার মার্কেটের সামনের এই ড্রেইনটির খোজ ছিলো না। আমরা সেই ড্রেইনটিকে উদ্ধার করেছি এবং রাস্তায় জমাট বাধাঁ পানি নিষ্কাশনের ব্যাবস্থা করেছি। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের রাস্তা সহ পৌরসভার অনেক উন্নয়ন মূলক কাজ চলমান রয়েছে। সে কাজ গুলির গুণগত মান যাতে ভালো হয়, সে জন্য আমরা সরজমিনে গিয়ে তদারকি করছি। আশাকরি আগামি দু মাসের মধ্যে নবীনগর পৌরসভার চিত্র বদলে যাবে।






0
0Shares