Main Menu

নবীনগর উপজেলা পরিষদের বেহাল সড়কটি সংস্কারের শুভ উদ্বোধন করলেন মেয়র এড. শিব শংকর দাস 

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের বেহাল সড়কটির সংস্কারের উদ্যোগ নিয়েছে নবীনগর পৌরসভা।  আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন মেয়র এড. শিব শংকর দাস।

এই সময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, নবীনগর পৌর সভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভোলাচং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ পাল, নবীনগর পৌর আওয়ামীলীগের ১নং ওয়ার্ডের সভাপতি মোঃ নুর আলম, সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দরা উপস্থিত ছিলেন।

নবীনগর পৌরসভা ৪ নং ওর্য়াডের উপজেলা পরিষদের এই সড়কটি UGIIP-3 প্রকল্পের আওতায় সংস্কার করা হচ্ছে।গত কয়েক মাস যাবৎ বেহাল দশা হয়ে মানুষের চলাচলের অনপুযোগী হয়ে পরেছিল এই সড়কটি। প্রতিদিন সড়কটি দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছিল। এই সড়কটি সংস্কারের ফলে সাধারণ মানুষের মনে শস্থি বিরাজ করছে।

এ বিষয়ে মেয়র এড. শিব শংকর দাস বলেন, জনসাধারণের কষ্ট আমাকে অনেক পিড়া দেয়। এই সড়কটির কাজ অনেক আগেই শেষ হয়ে যেতো। বিভিন্ন জটিলতায় কাজটি শেষ হয়নি। দু-তিন দিনের মধ্যে সড়কটির কাজ শেষ হবে।