Main Menu

নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের উদ্যোগে দুটি অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ ৭২ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর  প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের উদ্যোগে উপজেলার দুইটি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

আজ ২২ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেল কক্ষে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক। নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের এডমিন দার্শনিক মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের এডমিন নিলুফা ইয়াসমিন, মো. আক্তারুজ্জামান স্বপন, মজিবুর রহমান পথিক, মো. নাছির চৌধুরী, মুন্সি বেলাল, আব্দুল জলিল প্রমুখ।

এসময় প্রধান অতিথি মো. একরামুল সিদ্দিক নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের পক্ষ থেকে হতদরিদ্র অসহায় প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ ৮৬ হাজার করে দুটি পরিবারকে মোট ১ লক্ষ ৭২ হাজার টাকা তুলে দেওয়া হয়।






0Shares