Main Menu

নবীনগরে সড়ক দুর্ঘটনায় বাঞ্ছারামপুরের ছাত্রদল নেতা নিহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাইহান আহমেদ ফাহাদ (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া–রাধিকা-নবীনগর সড়কের ব্রাহ্মণহাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ জেলার বাঞ্ছারামপুর উপজেলার পৌর এলাকার হুমায়ুন কবিরের ছেলে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার (৩০) ও সদর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান (৪০) আহত হয়েছেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা কবির আহমেদ ভূইয়ার একটি সভায় অংশ নিতে ওই দুই ছাত্রদল নেতাসহ ৪ জন দুটি মোটরসাইকেলে কের কসবায় যাচ্ছিল। পথে ব্রাহ্মণহাতা এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার সঙ্গে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাইহান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত চলছে।’