নবীনগরে বিদ্যুৎপৃষ্টে নির্মানাধীন শ্রমিকের মৃত্যু




সে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চারাইল গ্রামের সুদন মিয়ার ছেলে নিয়ামুল(২৩)।
নির্মানাধীন শ্রমিক আনিছ জানান, উরখুলিয়া গ্রামের স্বপন মিয়ার বাড়িতে ৭জন শ্রমিক ৮ দিন যাবৎ নির্মানাধীনের কাজ করছিল। বুধবার সকালে ষ্টীলের সিট তোলার সময় অসাবধানবসত নিয়ামুল বিদ্যুৎপৃষ্ট হয়। আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসাপাতালের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃগিয়াসউদ্দিন তাকে মৃত ঘোষনা করেন।
নবীনগর থানার ওসি(তদন্ত) মোহাম্মদ সোহেল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
« বিবাদ সৌদি আরবে, কলেজপাড়ায় মহসীনের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ (পূর্বের সংবাদ)