Main Menu

নবীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির সদস্যদের ইউএনও’র সাথে সাক্ষাৎ

+100%-
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মনির হোসেন কমিটির সদস্যদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরীর সাথে সাক্ষাৎ করেছেন। আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আহবায়ক কমিটির সদস্যরা ইউএনও রাজিব চৌধুরী কে কমিটির পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে দিয়ে শুভেচ্ছা জানান কমিটির পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: আবু কাউছার, নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো: মনির হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, যুগ্ম আহবায়ক বাবুল সরকার,আহবায়ক কমিটির সদস্য আবুল বাশার, এরশাদুল রহমান, আব্দুল্লাহ আল শাহজাদা, মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আব্দুস ছালাম, মাকসুদা বেগম, মাহবুব রহমান,  মোশাররফ হোসেন,  মোবারক হোসেন, মীর আলী আহাম্মদ, তানভীর আহমেদ, লুৎফুর রহমান,  মাইনু উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম,  মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম, মহিউদ্দিন, লাকী বেগম সহ শত শত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, আমি উপজেলার প্রাথমিক শিক্ষকদের মধ্য কোন প্রকার বিবেধ চাই না।শিক্ষকদের কমিটির দরকার আছে, কারন সাধারন শিক্ষকদের অনেক দাবি দাওয়া এই কমিটির মাধ্যমেই উত্থাপিত হয়।তবে সেই কমিটি করতে গিয়ে কোন বিভেদ চাইনা।





0
0Shares