Main Menu

নবীনগরে নিহত আওয়ামীলীগ নেতৃ স্বপ্না’র বাড়িতে হামলা। প্রতিবাদে বিক্ষোভ মিছিল

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাক্ষনবাড়িয়া নবীনগর উপজেলার নিহত আওয়ামীলীগ নেতৃ স্বপ্না আক্তারের বাড়িতে গত শুক্রবার রাতে হামলা করেছে সন্ত্রাসীরা।
জনা যায়, হামলার প্রতিবাদে গতকাল সোমবার দুপুরে বাঙ্গরা বাজার ব্যাবসায় সমিতির সভাপতি বিশিষ্ট আওয়ামীলীগ নেতা রবিউল আওয়াল রবির নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের করেন। এতে জিনদপুর ইউনিয়ন আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ,আওয়ামী ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন।
মিছিল চলাকালীন সময়ে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গরা বাজারে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলটি জিনদপুর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে উপজেলার বাঙ্গরা বাজারে এসে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা রবিউল আওয়াল রবি, বাঙ্গরা বাজার ব্যবসায় সমিতির সম্পাদক মোঃ মিদন মিয়া, কৃষকলীগ নেতা রফিকুল ইসলাম মাইনু সরকার, জয়নাল আবেদিন, মোশারফ খন্দকার স্বপন, হান্নান মিয়া, নজরুল ইসলাম নিহত স্বপ্না আক্তারের বড় ভাই সুধন মিয়া ছাত্রলীগ নেতা ইমরান প্রমুখ।
সভায় বক্তারা স্বপ্না হত্যার আসামীদের গ্রেফতার করে ফাঁসির দাবি দাবী জানায়।






Shares