Main Menu

নবীনগরে নবনির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন

+100%-

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবনির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নবীনগর আসনের এমপি বিকন ফার্মাসিউটিক্যাল এর কর্ণধার মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক, মেয়র শিব শংকর দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব, সাধারণ সম্পাদক জহিরুদ্দিন চৌধুরী শাহন, সহ-সভাপতি প্রফেসর ইয়াবের হাসান জামিল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরকার, মুক্তিযোদ্ধা সম্পাদক নজরুল ইসলাম, ধর্ম সম্পাদক শফিকুর রহমান, ত্রাণ সম্পাদক নিয়াজুল ইসলাম কাজল,উপপ্রচার সম্পাদক প্রণয় কুমার ভদ্র,সদস্য মোঃ সোহেল প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন-বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বীর মুক্তিযোদ্ধা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধীজন প্রমুখ।.

প্রধান অতিথির বক্তব্যে এমপি এবাদুল করিম বুলবুল বলেন, ২১ শয্যার জরাজীর্ণ হাসপাতালটি সকল সেবা নিয়ে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স ৩৬৬ তম স্থান থেকে ১ম স্থানে এসেছে, দৈনিক ৮০০ থেকে ১০০০ রোগীর চিকিৎসা সেবা দিয়ে উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আশা করছি প্রায় ৯ কোটি টাকা ব্যায়ে নির্মিত উদ্বোধনী নতুন ৫০ শয্যার ভবনটি আধুনিকতার ছোঁয়ায় স্বাস্থ্য সেবার মান আরো বৃদ্ধি করতে সহায়ক হবে।






0
0Shares