নবীনগরে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “সংকোচ ও ভয়কে করবো জয়, ডিজিটাল ও সোনার বাংলা গঠনে আমরা হবো নির্ভয়” এ স্লোগানে মাধ্যমিক পর্যায়ের কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (০৬/৮) উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এতে সভাপতিত্ব করেন। বয়ঃসন্ধি কালের উপর মূল আলোচনা উপস্থাপন করেন ডা. সায়েমুল হুদা ও ডা. শাহিনুর মোতালিব। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভ’মি ) জেপি দেওয়ান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাক আহাম্মদ, সাইফুল ইসলাম, চেয়ারম্যান আমির হোসেন বাবুল, আবুল কালাম আজাদ,মো. মোছাদ্দেক প্রমুখ।