Main Menu

নবীনগরে এক কিশোরী লাঞ্ছিত,থানায় মামলা

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত বুধবার সকালে মো. ইয়াসিন মিয়া (১৯) নামে এক লম্পটের কাছে পঞ্চম শ্রেণীতে পড়–য়া এক কিশোরি লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
সে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের নয়াহাটি গ্রামের আব্দুল রহিম মিয়ার ছেলে।
এ ঘটনায় লাঞ্ছিত হওয়া কিশোরিটির মা নার্গিস আক্তার বাদী হয়ে গত বুধবার সন্ধ্যায় নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন গত বুধবার সকালে মেয়েটি রাস্তাদিয়ে আসার সময় পূর্বে থেকে উৎপেতে থাকা ইয়াসিন তাকে টেনে পাসের ফসলি জমিতে নিয়ে যায়। মেয়েটির চিৎকারে পথে চলাচল রত লকজন ছোটে আসলে সে পালিয়ে যায়।
এ ঘটনার তদন্তকারি পুলিশ অফিসার এস আই রফিকুল ইসলা মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগের প্রেক্ষিতে আসামি ইয়াসিনকে গ্রেফতারের অভিযান অব্যহত আছে।