Main Menu

‘আর বিবাদ নয়,শান্তি চাই’

নবীনগরে আতংকগ্রস্ত এলাকাবাসীর শান্তির দাবীতে মিছিল মানববন্ধন

+100%-
‘আর বিবাদ নয়, শান্তি চাই’ এই স্লোগানে মানববন্ধন ও শান্তি মিছিল করেছে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চার গ্রামবাসী।
বুধবার বিবাদমান সংঘর্ষের অবসান চেয়ে উত্তর লক্ষ্মীপুর গ্রামের উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় থেকে থানাকান্দি বাজার পর্যন্ত হাজারো মানুষ মানববন্ধন করেন। পরে তারা শান্তি মিছিল বের করেন।
উত্তর লক্ষ্মীপুর, হাজির হাটি, গৌরনগর, থানাকান্দি গ্রামে পথ সভায় হাজী গোলাম হোসেন মেম্বার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খাজা উছরুল ওয়াছে, রিফাত হোসেন, জিল্লুর মেম্বার, শিক্ষিকা শামিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য, ওই এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মেম্বার ও মোছলেম মেম্বারের নেতৃত্বে দু’গ্রুপের এ সংঘর্ষে এ পর্যন্ত ৪টি খুনের ঘটনায় প্রায় ২৫টি মামলা-পাল্টা মামলা হয়েছে। গত সোমবার ঈদেও দিনের সংঘর্ষে ২০ আহত হয়।





0Shares