Main Menu

নবীনগরে অধ্যক্ষকে জোর পূর্বক পতদ্যাগ বাধ্য করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

+100%-

মিঠু সূত্রধর পলাশ : নবীনগর উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তাক আহাম্মদকে বহিরাগত ও সন্ত্রাসী দ্বারা জোর পূর্বক পতদ্যাগে বাধ্য করার চেষ্টা এবং বিদ্যালয়ে আসতে বাঁধা প্রদানের প্রতিবাদে ছাত্রসমাজের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে বিক্ষোভ মিছিলটি উপজেলার শ্যামগ্রামের প্রদান প্রদান সড়ক ও বাজার প্রদক্ষীণ শেষে অত্র বিদ্যালয় মাঠে এসে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিহাদ, ফারজানা আক্তার জিমি, নুসরাত জাহান, প্রভা ইসলাম প্রমুখ। এছাড়া মানববন্ধনে অত্র স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, অধ্যক্ষ মোস্তাক আহাম্মদ স্যারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য কিছু বহিরাগত আমাদের চাপ প্রয়োগ করছেন।
আমরা কোন বহিরাগত সন্ত্রাসীকে শ্যামগ্রাম স্কুল এন্ড কলেজে যায়গা দিব না, এই কলেজের শিক্ষার্থীরা ঠিক করবে কোন স্যার থাকবে বা না থাকবে। কোন বহিরাগত সন্ত্রাশীকে ঠাই দেওয়া হবে না।