Main Menu

জামায়াতের ব্রাহ্মণবাড়িয়া জেলার নায়েবে আমীর মোঃ গোলাম ফারুক গ্রেফতার

+100%-

IMG_2937জামায়াতে ইসলামী বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নায়েবে আমীর মোঃ গোলাম ফারুক (৫৮) কে নবীনগর থানা পুলিশ (১০/৬) রাত আনুমানিক দেড়টার দিকে গ্রেফতার করেছে। তাকে নবীনগর আদালত পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নবীনগর থানায় মামলা নং-২৪, তাং-৩১/০৩/১৬ ইং, ধারা-স্থানীয় সরকার পরিষদর নির্বাচন বিধি মালা ২০১০ এর ৭৩ (১)(অ)৭৭ (ছ)(ঞ) তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮ এর ৩/৪ এর সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।প্রেস রিলিজ