Main Menu

জাতীয় পার্টির শাসন আমলে এতো গুম-খুন ছিল না ………..উপদেষ্টা কাজী মামুনুর রশিদ

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম এরশাদের উপদেষ্টা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ¦ কাজী মামুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে এরশাদের কোন বিকল্প নেই। পল্লীবন্ধুর ১০ বছরের শাসনামলে এ দেশে কোন গুম-খুনের ঘটনা ঘটেনি। এদেশে মাদকের ভয়াল ছড়াছড়িও ছিলনা। সমাজে এত ক্রসফায়ারের ঘটনাও ঘটেনি। তাই গণতন্ত্র রক্ষা ও পুনরায় ফিরিয়ে আনতে হলে আগামী নির্বাচনে পল্লীবন্ধু এরশাদকে ক্ষমতায় পুনর্বহাল করতে হবে।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জাতীয় পার্টি কার্যালয়ে উপজেলার জাতীয় যুবসংহতির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় যুব সংহতি নবীনগর উপজেলা শাখার সভাপতি মোঃ মহসিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা যুব সংহতির সভাপতি সৈয়দ মোকাব্বের, যুগ্ন সম্পাদক আজিম খান বাবু, কার্যনির্বাহী সদস্য আনিস খান, উপজেলা জাপা’র যুগ্ম আহবায়ক এটিএম আবদুল্লাহ্, খন্দকার জাফর, সদস্য সচিব মোসলেম উদ্দিন মৃধা, জাপা’র পৌর সভাপতি ইদন খান, শ্রমিক পার্টির সভাপতি সাদেক আলী, আরিফুল ইসলাম, মেহেদী হাসান প্রমুখ।

উল্লেখ্য দুইদিনব্যাপী জাতীয় পার্টির কর্মসূচীর মধ্যে গতকাল শুকবার ছিলো বিভিন্ন দল থেকে আসা নেতাকর্মীরা জাতীয় পাটিতে যোগদান অনুষ্ঠান ও জাতীয় ছাত্র সমাজের পরিচিতি সভা শেষে বিকেলে বড়াইল ইউনিয়নের ৬.৭.৮.৯ নং ওয়ার্ডের চর গোসাইপুর, গোসাইপুর রাধানগর, মেরাতুলী, জাতীয় পার্টির কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার যুবসংহতির কর্মী সমাবেশ শেষে বড়াইল ইউনিয়নের ১.২.৩.৪.৫ নং ওয়ার্ডে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।






Shares