Main Menu

কোরবানির বড় পশুর চেয়ে মাঝাড়ি পশুর চাহিদা বেশি

+100%-

barail22915আমিনুল ইসলাম//কোরবানির ঈদ সামনে রেখে আজ মঙ্গলবার নবীনগর উপজেলা বাইশমৌজা বাজারে জমে উঠেছে গরুর বেচাকেনা। তবে ভারতীয় গরু পর্যাপ্ত না থাকায় দেশি গরুর দাম একটু বেশি বলে জানিয়েছেন ক্রেতারা।
এবার গরু মোটাতাজাকরণ পদ্ধতিতে বড় করা গরুর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বেশিরভাগ মানুষ। দেশি গরু ক্রয়ের দিকে নজর দিচ্ছেন অধিকাংশ ক্রেতারা।গরুর দাম গত বছরের তুলনায় একটু বেশি।তবে ছাগলের দামও গরুর দামের চেয়ে কোনো অংশে কম নয় বলে জানিয়েছেন ক্রেতারা। হাটে গরু ক্রয় করতে বড়াইল থেকে আসা মোঃহুমায়ুন কবির জানান,গত বছরের তুলনায় এ বছর বড় গরুর চেয়ে মাঝারি সাইজের গরুর দাম বেশি।ঐতিহ্যবাহী বাইশমৌজা বাজারে বরারের মতো এবারও গরু, মহিষ ও ছাগলের হাট জমজমাট।
আজ মঙ্গলবার বাইশমৌজা বাজারে ক্রেতাদের উপচেপড়া ভির লক্ষ্য করা গেছে।তবে দাম যায় হোক, কোরবানির পশুটি কিনতে পেরে অনেক ক্রেতা খুশি। বৈরি আবহাওয়া ও বৃষ্টি কারনে ক্রেতা বিক্রেতা কে পড়তে হয় বিপাকে।






Shares