Main Menu

আজ খারঘর গণহত্যা দিবস

+100%-

khargar

আজ ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিকে পাকিস্তানি হানাদার বাহিনী খারঘর গ্রামে চালিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞ। সেদিন পাকবাহিনী নারী ও শিশুসহ ৫৩ জনকে গুলি করে হত্যা করেছিল। নিহত ৫৩ জনের মধ্যে ২৭ জনকে কবর দেয়া হয় খারঘর গণকবরে।

স্বাধীনতা যুদ্ধের পর থেকে প্রতি বছর ১০ অক্টোবরের দিনটি সরকারি-বেসরকারিভাবে খারঘর গণহত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সরকারিভাবে প্রশাসন এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে দিবসটি পালনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও স্মরণ সভার আয়োজন করেছে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি।