Main Menu

বিটিসিএলের ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে

+100%-

BTCL20150617164737

স্বল্প ব্যয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বিভিন্ন প্যাকেজের দাম প্রায় ৩৫ শতাংশ কমাচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। কাল ২১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে এসব সেবা পাবেন গ্রাহকেরা।

আজ শনিবার বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিটিসিএলের ফোনে কথা বলা ও একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে এ পরিবর্তন হচ্ছে। বিটিসিএলের নতুন সব প্যাকেজেই সীমাহীন ডেটা ব্যবহারের সুযোগ থাকছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

নতুন প্যাকেজগুলোর মধ্যে রয়েছে:
.বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ প্যাকেজগুলো চালু হওয়ার সঙ্গে সঙ্গে ডেটা লিমিট বা ভলিউম নির্ভর আগের সব প্যাকেজ বিলুপ্ত হচ্ছে। ফলে ৪ জিবি লিমিটের বিকিউব সুপার সেভার গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ২৫৬’ প্যাকেজে, ১০ জিবি লিমিটের বিকিউব স্ট্যান্ডার্ড গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ৫১২’ প্যাকেজে এবং ২৫ জিবি লিমিটের বিকিউব প্রিমিয়াম গ্রাহকদের ‘বিকিউব ইনফিনিটি ১০০০’ প্যাকেজের সীমাহীন ডেটার সুবিধা দেওয়া হবে।






Shares