বিটিসিএলের ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ
ডেস্ক ২৪::বিটিসিএলের আই আইজি, আইএসপি, আইটিসি, নিক্স, ডাটা-নেটওয়ার্ক সংক্রান্ত বিভিন্ন ডাটা ও ইন্টারনেট সার্ভিসের চার্জ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এ চার্জ ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। বাসস সূত্রে এ খবর জানা গেছে।
মাসিক ব্যান্ডউইথ চার্জ প্রতি এমবিপিএস’র জন্য সর্বোচ্চ ৯৬০ টাকা থেকে সর্বনিম্ন ৩৬০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এ চার্জে উচ্চহারে ব্যান্ডউইথ ব্যবহারকারীদের জন্য হ্রাসকৃত হারের বিশেষ সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে বিটিসিএলের ওয়েবসাইট www.btcl.gov.bd ঠিকানা থেকে।
« বিজিবির অভিযান :: বিভিন্ন মাদক আটক (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) কোমরে ব্যথা দূর করুন চিরকালের জন্য মাত্র ১টি কৌশলে! »