Main Menu

মুফতি আমিনী’র আদর্শ বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা অধিক কাম্য

+100%-

আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ মরহুম মুফতি ফজলুল হক আমিনী’র স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছ ইসলামী ছাত্র খেলাফত কাতার শাখা।

শনিবার রাজধানী দোহার স্থানীয় নিউ জামান হোটেলে আয়োজিত এ স্মরণ সভায় বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আপোষহীন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আসনের সাবেক সাংসদ মুফতি আমিনীর কর্মময় জীবনের নানাদিক তুলে ধরেন এবং মুফতি আমিনী’র আদর্শ বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা অধিক কাম্য বলে ব্যক্ত করেন।

সিনিয়র খতিব হাফেজ হুসাইন আহমেদ এর সভাপতিত্বে ও ছাত্র খেলাফত কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খালেদ মোশারফের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের উপদেষ্ঠা আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

এতে বিশেষ অতিথি কাতার আমির এর মসজিদের খতিব ও বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী আল্লামা হাফেজ সাইফুল ইসলাম।

এতে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটে অন্যতম নেতা হাফেজ মাহমুদুল হাসান,হাফেজ আজিজুল হক,হাফেজ তকদির হোসেন,হাফেজ সফিউল্লাহ সাদিকী,হাফেজ মাহমুদুল্লাহ,হাফেজ মনসুর আহমেদ,কাতারস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা সমিতির সভাপতি শেখ হুমায়ুন কবির,প্রধান উপদেষ্টা ও লেখক-সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক,
সহ বিভিন্ন ওলামায়ে কেরামগণ।

পরে মরহুম আমিনী সাহেবের আত্মার  মাগফেরাত, দেশ জাতির সমৃদ্ধি ও প্রবাসীদের মঙ্গল কামনায় দোয়া করা হয়।