Main Menu

অসমে বিজেপি সরকার হলে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশের অবসান, ঘোষণা অমিতের

+100%-

Amit-Shah-PTI-580x395

Amit-Shah-PTI-580x395

কোকরাঝাড় (অসম): অসমে সরকার গড়তে পারলে বিজেপি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশের অবসান ঘটাবে বলে ঘোষণা করলেন অমিত শাহ। বিজেপি সভাপতির অভিযোগ, কংগ্রেস ভোটব্যাংকের রাজনীতির পথ ধরার পরই অসমে বেআইনি অনুপ্রবেশ শুরু হয়েছে। বেআইনি অনুপ্রবেশের সমস্যা থেকে রক্ষা পেতে কংগ্রেস-মুক্ত অসম গড়ার ডাক দেন তিনি।

বুধবার বোড়োল্যান্ড দিবস উদযাপনে বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট আয়োজিত এক জনসভায় তিনি অসমের কংগ্রেস সরকারকে লাগাতার বাংলাদেশি অনু্প্রবেশের জন্য কাঠগড়ায় তুলে বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই নিজের ভোটব্যাংক রাজনীতির স্বার্থে প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশে মদত দিয়ে  এসেছে কংগ্রেস। রাজ্যের নিরাপত্তার প্রশ্নে আপস করেছে।

নওগাঁর জনসভায় প্রাক-দেশবিভাজন পর্বের উল্লেখ করে বিজেপি সভাপতি বলেন, গাঁধীজি না থাকলে অসম হয়ত ভারতের অংশই হত না। এও বলেন, স্বাধীনতার পর থেকেই রাজ্যবাসীকে কংগ্রেস পরিচালিত কেন্দ্রের সরকারের অন্যায়, অবিচারের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে।

অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। চা বাগানের শ্রমিকই হোক বা বোড়োল্যান্ডের হিন্দিভাষী যুবক হোক, ওরা স্থানীয়দের অধিকারে ভাগ বসিয়েছে,  কেড়ে নিয়েছে। অসমে বিজেপি-বিপিএফ সরকার হলে আমরা এটা সুনিশ্চিত করব যে, রাজ্যে কোনও অনুপ্রবেশ হবে না। অনুপ্রবেশকারীদের স্থানীয় মানুষের অধিকার কেড়ে নিতে দেবে না বিজেপি।






Shares