Main Menu

সংবাদপত্র, সাংবাদিক, হলুদ আর অপসাংবাদিকতা

+100%-

সংবাদপত্র, সাংবাদিক, হলুদ আর অপসাংবাদিকতা

মোঃ আব্দুল হান্নানঃ সাংবাদিকতা একটি মহান পেশা।আর সংবাদ পত্র কে বলা হয় সমাজের দর্পন বা আয়না। আয়নার সামনে দাড়িয়ে একজন মানুষ যেমন নিজের চেহারার প্রতিচ্ছবি দেখতে পায়।তেমনি  সংবাদ পত্রের মাধ্যমে প্রতিদিনের খবরা খবর জানতে পারে।বাংলায় সংবাদ পত্রকে খবরের কাগজ, আর ইংরেজিতে নিউজ পেপার, বলা হয়।নিউজ   শব্দটিকে বিশ্লেষণ করলে দেখা যায়। north (নর্থ,) east ( উত্তর), west (সাউথ), south (অর্থ্যাত) উত্তর, দক্ষিণ,পুর্ব ,পশ্চিমের সকল সংবাদ যে কাগজে প্রকাশ করে জন সম্মুকে প্রচার করা হয় তাকেই সংবাদ পত্র,খবরের কাগজ বা নিউজ পেপার বলা হয়।আর যারা এ সমস্ত কাগজে কাজ করে তাদের বলা হয় সাংবাদিক।এ পেশাটি এক দিকে যেমন মহৎ বা সম্মানের, অপরদিকে চ্যালেঞ্জের।বস্তু নিষ্ট সত্য সাংবাদিকের কোন বন্ধু নেই।প্রকৃত সত্যনিষ্ট সাংবাদিক কে যাযাবরের মত জীবন যাপন করতে দেখা গেছে ।একজন  প্রকৃত সাংবাদিক কে হলুদের মত না হয়ে অনেক গুনের অধিকারী হতে হয়।সত্যও বস্তুনিষ্ট সাংবাদিককে হতে হয় সীমান্তের অতন্ত্র প্রহরীর মত।আজকাল কিছু হলুদ আর অপসাংবাদিকের কারনে প্রকৃত সাংবাদিকের ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে।বিনষ্ট হতে চলেছে প্রকৃত সাংবাদিকের মান মর্যাদা ।এ সমস্ত সাংবাদিক ভাইদের অনুরোধ করব গ্রাম বাংলার সাংবাদিকতার জনক কাঙ্গাল হরিনাথের জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহন করার জন্য।আর যারা এ শিক্ষা নিতে অনাগ্রহী তাদের অনুরোধ করব এ পেশাটি পরিহার করার জন্য।কথায় আছে সাংবাদিকরা যা দেখে তা লেখে। কিন্তু আমাদের নাসির নগরের বেলা এ চিত্রটি ভিন্ন । জনৈক এক সাংবাদিককে ছোট বেলা ছাত্র শিবিরের কর্মী হিসেবে দলীয় চাঁদা আদায় ও কাজ করতে দেখেছি। বি এন পি র আমলে দাপটশালী জাতীয়তাবাদী বি এন পির সাংবাদিক, আর বর্তমানে ক্ষমতাসীন দলের চাটুকার হয়ে কাজ করতে দেখা গেছে। প্রসাশনের কর্তা ব্যাক্তি,সরকারী আমলা আর রাজনৈতিক নেতাদের আত্মীয় দাবীকরে চাটুকারীতা ও ওয়েল মেসেজ করে সংবাদ লেখা আর পরিবেশন করা কি হলুদ আর অপসাংবাদিকতা বা সাংবাদিকতার নীতি গর্হিত কাজ নয়? মঙ্গলবার পি আই বির উদ্যোগে সেমিনার কক্ষে হলুদ সাংবাদিকতা  প্রবনতা আর প্রকরণ র্শীষক  গ্রন্থের প্রকাশনা অনুষ্টানে , প্রধান অতিথি হাসানুল হক ইনু, সমকার সম্পাদক গোলাম সারোয়ার,পি আই বি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান  হাবিবুর রহমান মিলন,ভোরের কাগজ সম্পাদক ,শ্যামল দত্ত, প্রধান মন্ত্রীর তথ্যউপদেষ্টা  ইকবার সোবহান চৌধুরী,প্রথম আলোর যুগ্ন সম্পাদক সোহরাব হাসান, সহ  অনেকেই সম্প্রতি দেশের সবচেয়ে বড় সমস্যা হলুদ ও অপসাংবাদিকতা।আর এ সমস্যা দুর করতে মিডিয়া মালিক আর সম্পাদকদের প্রতি আহবান জানান।






Shares