Main Menu

কতজন হিজড়া রয়েছে বাংলাদেশে ? সরকার তাদের কি দেয়? জানালেন মন্ত্রী

+100%-

Hijra
রোববার জাতীয় সংসদে মহিবুর রহমান মানিকের লিখিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন এ প্রশ্নের উত্তর জানিয়েছেন। প্রতিমন্ত্রী বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে হিজড়াদের সংখ্যা ৯ হাজার ৮৯২ জন।

প্রমোদ মানকিন বলেন, ৫০ বছরের বেশি বয়সী অক্ষম ও অসচ্ছল হিজড়াদের মাসিক ৫০০ টাকা করে বয়স্ক ভাতা/বিশেষ ভাতা দেয়া হয়। হিজড়াদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক স্তরে ৩০০ টাকা, মাধ্যমিক স্তরে ৪৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ৬০০ টাকা এবং উচ্চ স্তরে ১ হাজার টাকা হারে উপবৃত্তি দেয়া হয়।