Main Menu

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে — র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি

+100%-

শুক্রবার বিকালে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি তাজ মোঃ ইয়াছিন, এডঃ নূর মোহাম্মদ জামাল, নায়ার কবির, মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, গোলাম মহিউদ্দিন খান খোকন প্রমুখ। সভা পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম খান রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শরিফ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। বর্তমানে জাতিসংঘ বলছে অচিরেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। তাই আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে এবং দেশের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। বর্তমানে আমাদের দেশে দরিদ্রের হার অনেকাংশে কমে এসেছে। আমাদের মাথা পিছু আয় বর্তমানে প্রায় এক হাজার চৌদ্দ ডলারে এসে পৌচেছে। যা আগে ৫/৬শ ডলারে ছিল। শিক্ষার হার ৭৬% এ এসে পৌচেছে যা কোনদিন কল্পনা করা যায়নি তাই আসুন আমরা সম্মিলিতভাবে দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি। তিনি এ সময় পৌর আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন পৌর আওয়ামীলীগ হল জেলার প্রাণ পৌর আওয়ামী লীগ শক্তিশালী থাকলে জেলা আওয়ামীলীগ শক্ত অবস্থানে থাকে, তাই পৌর আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী পার্টির জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রেস রিলিজ






Shares