Main Menu

ইসলামের নামে মানুষ হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়-মোকতাদির চৌধুরী এমপি

+100%-

ইসলামের নামে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) যেভাবে মানুষ হত্যা করছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টার আয়োজিত পবিত্র মাহে রমজান মাসের তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, এই ধর্ম মানুষ হত্যাকে সমর্থন করে না। নারকীয় হত্যাকান্ডকে ইসলাম কোনভাবেই সমর্থন করে না। এসময় তিনি আরো বলেন, ইসলামের আলো ছড়িয়ে দিতে ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের জেনারেল সেক্রেটারী শওকত হায়াত খান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও ইসলামিক সেন্টারের চেয়ারম্যান ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-পিপিএম, পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।
মাওলানা ইয়াছিন মাদানীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসহাক, প্রফেসর আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, ইসলামিক সেন্টারের জয়েন্ট সেক্রেটারী মমিনুল আলম বাবু, আলহাজ্ব মো. জহিরুল ইসলাম, মোঃ জামাল খান প্রমুখ। পরে আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার মুহ্তামিম আল্লামা মুফতি মুবারক উল্লাহ। এরপর ইফতারি পার্টি অনুষ্ঠিত হয়। এর আগে ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক সেন্টারের আধুনিক মিলনায়তনের উদ্বোধন করেন র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, আধুনিক মিলনায়তন নির্মাণে অর্থায়নে সহযোগীতার নাম ফলক উন্মোচন করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী এবং আধুনিক মিলনায়তন নির্মাণ কাজের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের নাম ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।প্রেস রিলিজ






Shares