ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অফিসে তালা
নিজস্ব প্রতিবেদকঃঃবকেয়া বিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক ও জনপথ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন ঠিকাদাররা।সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস থেকে বের করে দিয়ে রবিবার দুপুর ১টার দিকে ঠিকাদাররা এ বিক্ষোভ করেন।
ঠিকাদার সূত্রে জানা যায়, ২০১১-১২ ও ১৩-১৪ পর্যন্ত দুই অর্থবছরের বকেয়া বিল দিতে সড়ক ও জনপথ বিভাগ টালবাহানা করছে। ফলে দুপুরে বিক্ষুব্ধ ঠিকাদাররা সড়ক ও জনপথ অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে বলেও তারা জানায়।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য জানান, মোট ২ কোটি ৪৮ লক্ষ টাকার বিল বকেয়া থাকার কথা স্বীকার করেন। তিনি আরও বলেন ফান্ড প্রাপ্তি সাপেক্ষে বিল পরিশোধ করা হবে। অফিসে তালা লাগানো প্রসঙ্গে তিনি বলেন বলেন, ‘আমি সকালে অফিস থেকে বের হয়ে যাওয়ার পর অফিসে তালা ঝুলানো হয়েছে। বিষয়টি উধ্ধতন মহলে জানানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
« ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ অফিসে তালা (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মন্ত্রীসভায় রদবদলের সম্ভাবনা:: ভারতীয় গনমাধ্যমের খবর »