একজন সুস্থ মানুষের রক্ত, একজন মুমুর্ষ রোগীকে বাচিয়ে তুলতে পারে-আল মামুন সরকার
গতকাল রোববার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট ইউনিটের আয়োজনে সদর হাসপাতাল প্রাঙ্গণে বিশ্ব রক্তদাতা দিবস ২০১৫ উপলক্ষ্যে গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ মোঃ আবু সাঈদ, সৈয়দ মিজানুর রেজা, আলহাজ্ব মোঃ শাহ আলম, সাদেকুর রহমান শরিফ, আলহাজ্ব আবু হোরায়রাহ্, সাবেক যুব প্রধান সাংবাদিক মোঃ শাহজাদা যুব প্রধান মোঃ সালাহ্ উদ্দিন ভূইয়া, উপ যুব প্রধান আল মামুন (জয়), ইফতেখার উদ্দিন রিফাত, অফিস সহকারী মোঃ মোখলেছ উদ্দিন প্রমুখ। ক্যাম্পেইন উদ্বোধনকালে আল মামুন সরকার বলেন, আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সব সময় মানুষের পাশে দাড়িয়েছে। রেড ক্রিসেন্টে এই কর্মকান্ড অব্যাহত থাকবে। একজন সুস্থ মানুষের রক্ত, একজন মুমুর্ষ রোগীকে বাচিয়ে তুলতে পারে। তাই সমাজের সকল সুস্থ দেহের অধিকারী লোকজনের রক্ত দেওয়া উচিত। আসুন আমরা নিজে রক্ত দেই এবং অন্যকে রক্তদানে উৎসাহিত করি।প্রেস রিলিজ