Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত

+100%-

ডেস্ক ২৪:: ট্রেনে কাটা পড়ে শোয়েব (৩৫) নামে এক যুবকের এবং মালবাহী ট্রাকের ধাক্কায় আবুল কালাম (৩০) নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহত হয়েছেন।

শনিবার সকালে সদর উপজেলার দাড়িয়াপুর রেলপথে এ দুর্ঘটনা ঘটে।নিহত শোয়েব ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুল মিয়ার ছেলে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এদিকে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুইলতলা নামক স্থানে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।এ ঘটনায় আহত হয়েছেন চারজন।আহতরা হলেন- মাইনুল করিম (৪৫), শিউলি (৩৫), আয়েশা বেগম (৫৫) ও আশামনি (৫)।

স্থানীয়রা জানান, সকালে জেলার আখাউড়া থেকে একটি অটোরিকশা ব্রাহ্মণবাড়িয়া সদরে আসছিল। পথে সদর উপজেলার জারুইলতা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মালবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবুল কালাম মারা যান। এ ঘটনায় আহত হন অটোরিকশার আরও চার যাত্রী।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।, ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।






Shares