প্রধানমন্ত্রী এটুআই প্রকল্পের মাধ্যমে দেশকে শিক্ষাক্ষেত্রে আধুনিকায়নে উৎসাহিত করেছেন-ফাহিমা খাতুন
মাল্টিমিডিয়া ক্লাস রুমের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান
ডেস্ক ২৪::মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, স্কুল পর্যায়ে সৃজনশীল শিক্ষা পদ্ধতির কার্যক্রম ডেশবোর্ড এর মাধ্যমে স্কাইপি কনফারেন্সে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতির পাশাপাশি কার্যকর অংশগ্রহণ দেখতে চাই। তিনি বলেন, এটুআই প্রজেক্টের (প্রকল্পের) মাধ্যমে শুরু হওয়া মাল্টিমিডিয়া ক্লাস রুম কাজটি ছিল ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল করা। মাননীয় প্রধানমন্ত্রী এ প্রকল্পের মাধ্যমে দেশকে শিক্ষাক্ষেত্রে আধুনিকায়নে উৎসাহিত করেছেন। আমাদের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়া। এই চেতনা নিয়েই আমরা এটুআই প্রজেক্টের (প্রকল্পের) আওতায় স্কুলে মাল্টিমিডিয়া ক্লাস রুম ম্যানেজমেন্ট কার্যক্রম শুরু করেছি। কিন্তু দেখা গেছে অসচেতনতার কারণে অনেক শিক্ষকের বাসায় চলে গেছে মাল্টিমিডিয়া প্রজেক্টর। এতে এই পদ্ধতির শিক্ষার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। যার কারণে আমরা সহজতর পদ্ধতিতে শিক্ষার জন্য এটুআই প্রজেক্ট গ্রহণ করেছি। ফাহিমা খাতুন বলেছেন, মাল্টিমিডিয়ার বাস্তবিক শিক্ষা শিক্ষার্থীদের কাছে পৌছে দিতে হবে প্রশিক্ষিত শিক্ষকদের মাধ্যমে। তিনি বলেন, সরকার সব কিছু করে দেয় না। নিজেদেরকেই আধুনিক ডিজিটাল পদ্ধতির মাল্টিমিডিয়া শিক্ষায় আগ্রহী হতে হবে। কমিউনিটি যদি সহযোগিতা করে তবেই সরকারীর পাশাপাশি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে মাল্টিমিডিয়া ডিজিটাল কনটেন্ট বাস্তবায়ন সম্ভব হবে। গতকাল ৩১ মে দুপুরে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন সরোদমঞ্চে মাল্টিমিডিয়া ক্লাস রুমের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রফেসর ফাহিমা খাতুন প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথাগুলো বলেন।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী’র কার্যালয়ের এটুআই প্রোগ্রামের ই-লার্নিং স্পেশালিষ্ট প্রফেসর ফারুক আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চল উপ- পরিচালক মনোয়ারা বেগম, সাবেক পৌর চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা। সহকারী শিক্ষক উত্তম কুমার রায় এর সঞ্চালনায় জেলায় মাল্টিমিডিয়া ক্লাস রুম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্লাহ্। মাল্টিমিডিয়া ক্লাস রুমের উপকারিতা বিষয়ে বক্তব্য রাখেন আইসিটি প্রকল্প কর্মকর্তা আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, ছাত্রী জেরিন সুলতানা মীম, ছাত্র ইমতিয়াজুল ইসলাম, প্রধান শিক্ষক ফরিদা নাজনীন ও মোঃ সাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক ফাতেমা তানজীন, লুৎফুর রহমান। মাল্টিমিডিয়া স্লাইডে রক্ত বিষয়ক কনটেন্ট উপস্থাপন করেন সহকারী শিক্ষক মিল্টন বিশ্বাস। অনুষ্ঠানে সারা জেলা হতে আগত বিপুল সংখ্যক শিক্ষক ছাত্র ছাত্রী অংশ নেন।
প্রধান অতিথি পরে মাল্টিমিডিয়া সম্পর্কিত মেধা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।