ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের উপর সংঘর্ষ আহত ৩০,
সরাইল প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুট্রাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঢাকা-সিলেট মহাসড়ক আধা ঘন্টা বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল বাদ আছর কুট্টপাড়া খেলার মাঠে ক্রিকেট খেলা চলাকালে স্থানীয় বাঘবাড়ি এলাকার আবদুল হামিদ ও গাইননহাটি এলাকার শামছুদ্দিনের মধ্যে বাক্বিতন্ডা হয়। এরই জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের উপর রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃদু লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।