Main Menu

কসবায় বিজিবির উদ্যোগে সীমান্তে নিরাপত্তার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

+100%-

ডেস্ক ২৪::১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে মাদক, চোরাচালান ও মানব পাচাররোধসহ সীমান্তে নিরাপত্তার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে কসবা উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুঞা, সহকারী কমিশনার (ভূমি) সুহেল আহমেদ ও অফিসার ইনচার্জ কসবা থানা মো. গোলাম মোর্শেদ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ক্যাপ্টেন রবিন আহমেদ।
ব্যাটালিয়নের অফিস ব্যবস্থাপনা মো. নুরুজ্জামানের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, অধ্যক্ষ মো. তসলিম মিয়া, অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, সাংবাদিক মীর মোহাম্মদ শাহীন, বিনাউটি ইউপি চেয়ারম্যান এম এস আলম ভূইয়া দুলাল, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আমজাদ হোসেন সরকার, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর কাউন্সিলর মো. আবু জাহের ও কসবা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল হান্নান।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল নজরুল ইসলাম বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক, চোরাচালান ও মানব পাচাররোধসহ সীমান্তে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তিনি এ ব্যাপারে উপস্থিত সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, মানব পাচাররোধে এলাকার মানুষকে সচেতন করতে হবে। তিনি এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।






Shares