Main Menu

নাসিরনগরে ৭১ বোতল বিদেশী মদসহ র‌্যাবের হাতে আটক ২

+100%-

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়াঃ মঙ্গলবার বেলা সাড়ে বারটা র‌্যাব-১৪ সিপিসি-৩, ভৈরব ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদ এর নেতৃেত্বে¡ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় অভিযান পরিচালনা করে। আভিযান পরিচালনার সময় নাসিরনগর থানাধীন ঘোষপাড়া গ্রামে শ্রী গৌতম বণিক তার বাড়ীতে মাদক বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গৌতম বণিকের বাড়ীতে অভিযান পরিচালনা করে গৌতম বণিককে ধৃত করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে উত্তর দুয়ারী সেমিপাকা টিন সেড বসত ঘরের ভিতরে খাটের নিচে ০১টি খাকী রংয়ের ছেড়া কার্টুন হতে ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক জাতীয় ২৬ (ছাব্বিশ) বোতল অফিসার চয়েজ এবং ২২ (বাইশ) বোতল ম্যাকডুয়েল্স নম্বর-১ হুইস্কি সহ মোট ৪৮ বোতল বিদেশী  উদ্ধারসহ গৌতম বণিককে আটক করে। আভিযানিক দল গোপন সূত্রে সংবাদ পায় যে, একজন মাদক ব্যবসায়ী ব্যাগে করে মাদক নিয়ে নাসিরনগর থানাধীন গৌর মন্দির রোডে মাদক নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গৌরমন্দির রোডে মা মেডিকেল হলের সামনে চেক পোষ্ট স্থাপন করে। তাদের সমনে বর্ণনা অনুযায়ী ব্যক্তি আসতে দেখে সন্দেহ হলে তাকে ধৃত করে। পরবর্তীতে তার হাতে থাকা প্লাষ্টিকের বাজারের ব্যাগ খুলে তার ভিতর হতে ২৩ (তেইশ) বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদক জাতীয় অফিসার চয়েজ (বিদেশী মদ) সহ মোঃ বাবুল মিয়া (৩০), গ্রেফতার করে। র‌্যাবের ডিএডি কলিম উদ্দিন বাদী হয়ে মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। মামলা নং- ৩১,তাং-১৯/০৫/২০১৫ইং।






Shares