“চালককে হত্যা ও সিএনজি ছিনতাইকারী ০৪ জনকে গ্রেফতার করল বিজয়নগর থানা পুলিশ”
প্রেস রিলিজ::গত ২১ এপ্রিল ২০১৫ সন্ধ্যাবেলায় বিজয়নগর থানাধীন ছতুরপুর এলাকা থেকে সিএনজি ছিনতাই করে বুল্লা টানপাড়া এলাকায় সিএনজি চালক সোহরাব চৌধুরী(১৭) কে হত্যা করে লাশ ফেলে দিয়ে অজ্ঞাতনামা দুস্কৃতিকারী সিএনজি ছিনতাই করে পালিয়ে যায়। উল্লিখিত ঘটনায় বিজয়নগর থানার মামলা নং-৪৮ তারিখ-২৩/০৪/২০১৫খ্রিঃ এর মূল আসামী ০১। মহরম আলী(২৫) পিতা-মৃত আওলাদ মিয়া সাং-ঘাটুরা থানা-ব্রাহ্মণবাড়িয়াকে বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ মেজবাহ উদ্দিন ভূঁঞা’র নেতৃত্বে বিজয়নগর থানা পুলিশ গত ১৬/০৫/২০১৫খ্রিঃ বুধন্তী এলাকা থেকে গ্রেফতার করে। পরবর্তীতে মহরম আলীকে বিজয়নগর থানা পুলিশের জিজ্ঞাসাবাদে ও তার স্বীকারোক্তি মতে ঘটনার সাথে জড়িত আসামী ০১। আলমগীর(২৮) পিতা-জিন্নাহ মিয়া সাং-থলিয়ারা থানা-ব্রাহ্মণবাড়িয়া, ০২। সুমন(২৭) পিতা-আনু মিয়া সাং-স্বল্পনোয়াগাঁও (সকালের বাজার) থানা-সরাইল, ০৩। আব্দুল কাদির(৪৮) পিতা-মৃত আলী হোসেন@নোয়াব আলী সাং-বাগদিয়া থানা-বিজয়নগর সর্বজেলা ব্রাহ্মণবাড়িয়াদেরকে বিজয়নগর, সরাইল, আশুগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া থানা এলাকার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করতে সক্ষম হয়। আসামী মহরম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ব্রাহ্মণবাড়িয়ার আদালতে সোহরাবকে হত্যা করে সিএনজি ছিনতাই এর ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। উল্লেখ্য যে, বর্ণিত মামলার তদন্তকারী কর্মকর্তা বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব মোঃ মেজবাহ উদ্দিন ভূঁঞা’র বলিষ্ঠ নেতৃত্বের ফলেই ঘটনার রহস্য উন্মোচন এবং আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।