পরিশ্রমের মাধ্যমেই নিজেদের ভ্যাগের উন্নয়ন করতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন
দাড়িয়াপুরে ফুটপাত নির্মানকাজ উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন কর্মবিমুখ মানুষ কোনদিন সুখী হতে পারে না। পরিশ্রমী মানুষই জীবনে সফল হতে পারে। তাই নি¤œ বিত্তদের পরিশ্রমের মাধ্যমেই নিজেদের ভ্যাগের উন্নয়ন করতে হবে। মেয়র গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় বস্তি উন্নয়ন কার্যক্রমের আওতায় দাড়িয়াপুরে ফুটপাত নির্মান কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন পৌরসভার অবহেলিত নি¤œ আয়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তাবায়ন করা হচ্ছে। মেয়র পৌরবাসী সকলকে এসব অবকাঠামো রক্ষণা বেক্ষণের আহবান জানান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, এলাকার বিশিষ্ট ব্যক্তি মোঃ তাহের মিয়া, ডা. মোঃ শাহজাহান মিয়া, মোঃ আলী মিয়া, মোঃ হোসেন মিয়া, মোঃ দানু মিয়া, নুর মোহাম্মদ, আশিদ মিয়া, মোঃ এলু মিয়া, মোঃ সাহেদ মিয়া, সুমন মিয়া, দাড়িয়াপুর এসআইসির সদস্য অর্চনা রানী দাস, পুতুল রানী, বিলকিস বেগম প্রমুখ।