সরাইলে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ সরাইলে দের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা সওজের কর্মকর্তারা ও উপজেলা প্রশাসন। মাইকিং-এর তিন দিন পর আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে সরাইলের হাসপাতাল মোড়, ওছালিয়া পাড়া, কালিকচ্ছ বাজার ও বিভিন্ন জায়গায় দিনভর চলে এ উচ্ছেদ অভিযান। জেলা সওজ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে সড়ক ও জনপথের জায়গা মনগড়া মত দখল করে চলেছে কতিপয় ভূমি দস্যু। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রভাবশালীরা এ দখলে সহায়তা করছেন। প্রথমে বাঁশের খুঁটি দিয়ে টিনের ঘর। পরে ইট সিমেন্ট দিয়ে স্থায়ী ইমারত নির্মান করছেন তারা। প্রভাবশালীরা এলাকার দূর্বল অসহায় লোকদের কাছে এসব দোকান ঘর মোটা অংকের টাকা জামানত নিয়ে ভাড়া দেন। দৈনিক অথবা মাসিক ভিত্তিতে আদায় করেন ভাড়া। কোন বৈধ কাগজ পত্র না থাকলেও সওজের জায়গার মালিক সেজে বসেছেন তারা। সড়ক সংলগ্ন এসব দোকান ঘরের কারনে দূর্ঘটনা সহ নানা অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। সরাইলের বিশ রোড মোড় থেকে কালিকচ্ছ পর্যন্ত অসংখ্য জায়গায় এমন অবৈধ স্থাপনা দীর্ঘদিনের।
আজ মঙ্গলবার সকাল থেকে জেলা সওজের উপ-বিভাগিয় প্রকোশলী মোঃ আমির হোসেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদের নেতৃত্বে দিনভর চলে উচ্ছেদ অভিযান। অভিযানকালে তারা সড়কের কুট্টা পাড়া মোড় , সরাইর হাসপাতাল মোড়, কালিকচ্ছ বাজার এলাকার দুই শতাধিক দোকান, সমিল , ব্যক্তিগত অফিস ঘর, বাঁশের মাচা বোলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছেন। এ উচ্ছেদ অভিযানে স্বস্থ্যির নিঃশ্বাস ফেলেছেন সাধারন লোকজন ও পথচারীরা। তবে প্রশাসনের উপর ক্ষুদ্ধ হয়েছেন পর্দার আড়ালের প্রভাবশালী চাঁদাবাজরা। সওজের বিভাগিয় উপ-সহকারি প্রকৌশলী আমির হোসেন বলেন, এই উচ্ছদ অভিযান চলমান। আজকে এখানে হচ্চে কাল অন্য জায়গায়। এভাবে চলতেই থাকবে।