Main Menu

বিজয়নগরে ধানের দাম পড়ে যাওয়ায় বিপাকে কৃষক

+100%-

সারোয়ার হাজারী ,বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চলছে বোরো ধান কাটা মাড়াই উৎসব। মাঠে মাঠে কৃষি শ্রমিকরা পুরানো দিনের মতই ধান কাটার কাজ করলেও আধুনিক মাড়াই কল দিয়ে দ্রুত ধান মাড়াই কাজ করছে এ উপজেলার কৃষকরা। ফসল ঘরে তোলার কাজে মহাব্যস্ত হয়ে পড়েছে কৃষান-কৃষানিরা। ফলন ভাল হলেও দাম না থাকায় ধান নিয়ে চরম বিপাকে পড়েছে কৃষক। এ বছর কৃষক সময় মত তেল, সার পাওয়ায় এবং তা জমিতে সময় মত ব্যবহারের ফলে শুরু থেকে ধান গাছ খুব ভাল হয়। বিধায় চলতি বছর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দেয়। এবছর উপজেলার বিভিন্ন মাঠে থোর ধানে ব্যাপক শিলা বৃষ্টি পড়ে শত শত একর জমির ধানের শীষ থেতলে যায় এবং ধান গাছের ব্যাপক ক্ষতি হয়। এতে কৃষকের অপূরনীয় ক্ষতি হয়। শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হবার পরও কৃষক আশায় বুক বাধে ধানের ন্যায্য মূল্য পাবার আশায়। কিন্তু হাট-বাজারে পানির দামে ধান বিক্রি করে কৃষক খরচ জমাতে পারছে না। কৃষকরা জানান, যে টাকা খরচ হয়েছে বর্তমানে ধানের যে দাম তা বিক্রি করে খরচ জমানো সম্ভব নয়।






Shares