Main Menu

জলাবদ্ধতা নিরসনে শহরের খাল, পুকুর, নর্দমা অবৈধ্য দখল মুক্ত রাখতে হবে-মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

ফুলবাড়িয়া-শেরপুর বাইপাশ রেডের খাল খনন কার্যক্রম উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন দিন দিন শহরের লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে আবাসন ও ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু সেই তুলানায় বৃদ্ধি পাচ্ছে না শহরের রাস্তা ও ড্রেনে সংখ্যা। উপরন্তু এসমস্ত রাস্তা ও ড্রেনের সঠিক ব্যববহার না করায় রাস্তার স্থায়িত্ব হারাচ্ছে। শহরের বিপুল সংখ্যক খাল, পুকুর, নর্দমা ভরাট করায় শহরের পানি নিষ্কাশন হচ্ছে না। তাই জলাবদ্ধতা নিরসনে শহরের ড্রেনেজ ব্যবস্থাকে স্বচল রাখতে হবে। তিনি শহরের বিদ্দমান খাল, পুকুর, নর্দমা অবৈধ্য দখল মুক্ত রাখতে পৌরবাসীর প্রতি আহ্বান জানান। মেয়র গতকাল সকালে এক্সকেভেটরের মাধ্যমে ফুলবাড়িয়া-শেরপুর বাইপাশ রোড সংঙ্গন্ন খাল খনন কার্যক্রম উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন ইউজিপ-টু প্রকল্পের সহায়তায় এই এক্সকেভেটর পাওয়ায় মাটি কাটা, খাল খনন, রোড লেভেল ফিনিসিং, রাস্তা ও ড্রেন থেকে দ্রুততম সময়ে ময়লা আবর্জনা অপসারন সহ আমাদের যাবতীয় পরিছন্নতা কার্যক্রম আরো জোরদার হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, পৌর সচিব মোঃ ইসহাক ভূঞা, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভপতি মোঃ রেজাউল করিম বাবুল, সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন, হাজী মোঃ আব্দুল হাসিম খান, মোঃ হুমায়ন কবির, মোঃ আমজাদ খান, আসলাম খান, মনির খান মনু, মোঃ শামিম হোসেন খান, সোহাগ খান, আনোয়ার হোসেন খান, সেলিম খান, মফিজ খান, মোঃ কাউছার আহমেদ, মোঃ আফজাল প্রমুখ।প্রেস রিলিজ






Shares