নাসিরনগরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মালনা অনুষ্ঠান ও নতুন ভবন উদ্ভোধন
মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মালনা অনুষ্ঠান উপলক্ষে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রবিবার বেলা ২ ঘটিকায় শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুল হামিদ খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এড মোঃ ছায়েদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সরকার আব্দুল্লা আল মামুন বাবু, সাবেক উপজেলা ভাইস চেযারম্যান প্রদীপ কুমার রায়,উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেমায়েতুল ফারুক ভূঁইয়া, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের, চেয়ারম্যান মোঃ ফারুকুজ্জামান ফারুক, মোঃ গোলাম ছামদানী পিয়ারু, মোঃ জিতু মিয়া,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামরুল হুদা,মোঃ আব্দুল মোতালিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। প্রধান অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষকদের মাঝে চেক ও ব্যাগ প্রদান করেন। তাছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এড মোঃ ছায়েদুল হক, পৃথক পৃথক ভাবে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের ২য় ও ৩য় তলা বিশিষ্ট নতুন ভবন উদ্ভোধন করেন।