Main Menu

কবরস্থান ও শ্মশানঘাট পাশাপাশি অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক সম্প্রতির উজ্জ্বল দৃষ্টান্ত- মেয়র

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের দেশে বিভিন্ন ধর্মের মানুষ পৃথক ধর্মীয় উৎসব সমূহ এক সঙ্গে পালন করে আসছে। শিমরাইলকান্দির এস্থানে মুসলমাদের কবরস্থান ও হিন্দুদের শ্মশানঘাটের পাশাপাশি অবস্থান আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক সম্প্রতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ সুনাম ধরে রাখতে হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেয়র গতকাল শনিবার বিকালে শিমরাইলকান্দি শ্মশানঘাটের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপী সপ্তশতী যজ্ঞানুষ্ঠান পরির্দশন কালে উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি আরো বলেন যারা ধর্মের নামে সমাজে বিশৃংখলা সৃষ্টি করে তারা সাম্প্রদায়িক গোষ্ঠি। তারা আমাদের মঙ্গল চায়না। সে সকল সাম্প্রদায়িক গোষ্ঠির অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাশ্মশানঘাট কমিটির সভাপতি প্রদিপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তপন চৌধুরী, কোষাধ্যক্ষ প্রিয়তোষ ভট্টার্চায, বিশিষ্ট শিল্পপতি রঞ্জন চৌধুরী, উত্তম কুমার পাল, রঞ্জিত চক্রবর্তী, পার্থ রায়, নারায়ণ সাহা, বিষ্ণু পদ সাহা, রঞ্জন কর্মকার, দিলিপ দাস প্রমুখসহ মন্দির পরিচালনা কমিটি ও পূজা উদযাপন পরিষদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Shares