Main Menu

দলিত, হরিজন, বেদে ও হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী নিয়েছে – জেলা প্রশাসক

+100%-

দলিত, হরিজন, বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান শীর্ষক পৃথক দুটি সেমিনার  বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আইয়ুব খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন ডাঃ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ শফিকুল ইসলাম, কসবা উপজেলা চেয়ারম্যান এডঃ আনিছুল হক ভূইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বিপ কুমার সিংহ, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাহেদ চৌধুরী, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মামুন সরকার, জেলা তথ্য কর্মকর্তা তারিক মোহাম্মদ, জেলা সমাজ সেবা অফিসের রেজিষ্ট্রেশন অফিসার জোয়ারদার মোঃ মহিউদ্দিন, সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শহর সমাজসেবা কর্মকর্তা শারমিন রহমান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব হারুনুর রশিদ, ডেপুটি কমান্ডার গাজী মোঃ রতন মিয়া প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী কর্মকর্তা ও এনজিও প্রতিনিধি এবং দলিত, হরিজন, বেদে ও হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধিগণ। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, দলিত, হরিজন, বেদে ও হিজড়া আমাদের সমাজেরই অংশ তাদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। তাদেরকে অবহেলা করা যাবে না। দলিত, হরিজন, বেদে ও হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী হাতে নিয়েছে এবং তারা এর সুফল পাচ্ছে। সরকার তাদেরকে বিভিন্ন সেক্টরে কাজে লাগানোর জন্যও কাজ করে যাচ্ছে। তাদেরকে বর্তমানে সরকার তরফ থেকে ভাতা এবং প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। তারা সমাজের বোঝা হয়ে থাকবে না। তাদের প্রতি আমাদের সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।






Shares